Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০১৯

সচিব

জীবন বৃত্তান্ত

শরীফ আহমদ সাদী

অধ্যক্ষ, পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ

ফোন : 01711-156011, 01882-221919

Email: sharifsadi1962@gmail.com

 

নাম                 :  শরীফ আহমদ সাদী

                  অধ্যক্ষ, পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ

পিতার নাম : মোঃ আশরাফুদ্দীন, সাবেক সংসদ সদস্য

           প্রাক্তন প্রধান শিক্ষক, হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ

মাতার নাম : আমেনা খাতুন

           প্রাক্তন শিক্ষক, বিন্নগাঁও প্রাথমিক বিদ্যালয়, মারিয়া কিশোরগঞ্জ

জন্ম তারিখ১১ আগস্ট ১৯৬২ খ্রি.   

                              জন্ম স্থান : নগুয়া, কিশোরগঞ্জ

জাতীয়তা : জাতিত্বে বাঙালী, নাগরিকত্বে বাংলাদেশী

ধর্ম : ইসলাম

বর্তমান ঠিকানা   স্থায়ী ঠিকানা : নগুয়া রোড, হোল্ডিং-১২৪৯, ৬নং ওয়ার্ড,

        কিশোরগঞ্জ পৌরসভা, কিশোরগঞ্জ

শিক্ষাগত যোগ্যতা :

  • এমএস-সি, উদ্ভিদবিদ্যা, দ্বিতীয় শ্রেণী, ১৯৮৪, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিএস-সি অনার্স, উদ্ভিদবিদ্যা, দ্বিতীয় শ্রেণী, ১৯৮৩, (আনন্দ মোহন কলেজ মংমনসিংহ)
  • এইচএসসি বিজ্ঞান, ১৯৭৯, গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ
  • এসএসসি বিজ্ঞান, ১৯৭৭, আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ

সরকারি দায়িত্ব পালন :  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ  সরকারের  শিক্ষা  মন্ত্রণালয়ের  অধীনে   বেসরকারি

           শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব হিসেবে কর্মরত :

  • ১ম মেয়াদে :১৩/০১/২০১৬ থেকে ১২/০১/২০১৯ পর্যন্ত
  • ২য় মেয়াদে :১০/০৪/২০১৯ থেকে চলমান

১০রাজনৈতিক অবস্থান :

  • বাংলাদেশ আওয়ামীলীগ, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক
  • বাংলাদেশ ছাত্রলীগ(শাহ আলম-অসিম কুমার উকিল) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য
  • কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮৩ থেকে ১৯৮৮ খ্রি. পর্যন্ত দায়িত্ব পালন
  • কারাভোগ : সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কয়েকবার গ্রেপ্তার, কারাভোগ, এম.এল আর ১৫ ১৭ ধারায় সামরিক আদালতে অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি

সামাজিক কর্মকান্ড :

  • স্বাধীনতা শিক্ষক পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
  • প্রাক্তণ সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) কিশোরগঞ্জ
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর জাতীয় কমিটির সদস্য
  • পরিবেশ রক্ষা মঞ্চ(পরম) এর আহবায়ক হিসেবে পরিবেশবাদী আন্দোলনে নেতৃত্বদান
  • কিশোরগঞ্জ অভিভাবক শিক্ষক-শিক্ষার্থী মঞ্চ(অশিম) এর আহবায়ক হিসেবে শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্বদান
  • কিশোরগঞ্জ সদর উপজেলার দু’টি প্রতিষ্ঠান হাসমত উদ্দীন উচ্চ বিদ্যালয় খোরশেদ উদ্দিন ভূঞা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত
  • কিশোরগঞ্জে একটি রাজনীতির স্কুল চালু করেছেন স্কুলটির নাম School of Advanced Politics (SOAP) বাংলা নাম, ‘‘অগ্রসর রাজনীতির পাঠশালা’’

জাতীয় পাঠশালা বিষয়ে তিনি মনে করেন, রাজনীতিক কর্মীদের জন্য স্কুল থাকা খুব দরকারী কারণ রাষ্ট্র থাকলে সরকার থাকবেসরকার পরিচালনার জন্য জনপ্রতিনিধি লাগবে সেই জনপ্রতিনিধিকে দেশ-দুনিয়া সম্বদ্ধে জানতে হবে, বুঝতে হবে জন্য স্কুলিং প্রয়োজন যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরীর স্কুলিং করার উদ্দেশ্যে SOAP প্রতিষ্ঠা করেছেন

অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন অবসরপ্রাপ্ত হাজার হাজার শিক্ষক-কমচারীদের না পাওয়ার বেদনাঅবসরের পর তাদের প্রাপ্য টাকা যথাসময়ে পান না কষ্ট লাঘব করে হয়রাণী মুক্তভাবে শিক্ষক-কর্মচারীদের হাতে তাদের পাওনা টাকা তুল দিতে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

 

শরীফ আহমদ সাদী

অধ্যক্ষ

পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ